দোয়ারাবাজারে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে যৌন হয়রানি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে এবং পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রতিরোধে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৩১ জুলাই) দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে পুলিশের আয়োজনে এ সমাবেশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) দেবদুলাল ধর এর সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক।
‘জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি’, মন্তব্য করে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
বাল্যবিয়ে বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়। এ বিষয়টা নিয়ে আমরা কাজ করছি।
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময় দোয়ারাবাজারে পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু হয়। শিশুগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের।
পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সঙ্গে প্রান্তিক জনসম্পৃক্ততা বাড়াতে আমাদের এ আয়োজন, যোগ করেন তিনি।
সমাবেশে একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী দের আইনশৃংখলা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক , অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, দোয়ারাবাজার থানা, বীট অফিসার এসআই মোঃ সম্রাজ মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।