সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে ।( ১৫ ই জুন) জবৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কচুবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত ইসমাইল( ৪২) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জান যায়, সকালে কচুবিলে বেড়িবাঁধ মাছ ধরতে যান ইসমাইল । কচুবিল বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে ইসমাইল মারা যান ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।,