Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 6 August 2023
  • অন্যান্য

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Google News

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি হাসান (১ বছর ৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাঁপন গ্রামের মুজাহিদুল ইসলামের বাড়ির সামনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাহদি হাসান ওই গ্রামের মুজাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাহদি হাসান তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করে।এক পর্যায়ে বাড়িতে দেখতে না পেয়ে তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা মাহদি হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।