Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 29 July 2023
  • অন্যান্য

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Google News

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে শাহাদাত হোসেন(১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের জনৈক শাহ আলম পিতা ফকির আলীর বসতবাড়ির পূর্ব দিকের ডুবা রকম পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের শাহ আলমের ছেলে।

শনিবার (২৯ জুলাই) পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল অনুমান ১১টার দিকে নিজ বসতবাড়ীতে গুটি গুটি পায়ে নতুন হাটতে শিখা শাহাদাত হোসেন খেলার ছলে বসতবাড়ির পূর্বপাশে বসত ঘর হতে অনুমান ২৫ গজ দূরত্বে একটি মজা পুকুরে পানিতে পড়ে যায়, পুকুর সংলগ্ন নিহত শাহাদাত হোসেনের সম্পর্কে দাদী, পেয়ারা খাতুন তার ঘরের ভেতর থেকে শিশুটিকে পুকুরের পানিতে ভাসছে দেখে পানি থেকে তুলে এবং চিৎকার শুরু করে, অতঃপর মৃত শাহাদাত হোসেনের মা সহ আশেপাশের লোকজন দৌড়ায় আসিয়া শিশুটিকে প্রথমে বাংলাবাজার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে। অতঃপর শিশুর আপনজন হাসপাতাল হইতে মৃত শিশু টিকে তার নিজ বাড়িতে নিয়ে আসে।

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বলেন,অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা