Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 25 July 2023
  • অন্যান্য

দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

Google News

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁস লাগিয়ে
শারমিনা নাসরিন অপি (১৮)কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১:৩০ ঘটিকার সময় উপজেলার আজমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের জায়ফর আলী’র মেয়ে শারমিনা নাসরিন অপি(১৮) তার পিতার বসতঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগায়। কিছুক্ষন পর নিহতের ভাই বোন রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে সন্দেহজনক ভাবে ভেন্টিলেটার দিয়ে দেখতে পায় শারমিনা নাসরিন অপি ফাঁস লাগিয়েছে। তাৎক্ষণিক ভাবে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে শারমিন আক্তার কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।