Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 11 June 2023
  • অন্যান্য

দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

Google News

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে আল আমিন (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯ জুন ) বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামের নিজ ঘরের সোচ্চার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আল আমিন ধর্মপুর গ্রামে রাইছ আলী পুত্র।

রবিবার (১১ জুন) পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে ঘরের বিতরে বাথরুমে গোসল করতে যান আল আমিন। তার স্ত্রী টাওয়াল দেওয়ার জন্য বাথরুমের বাহির থেকে ডাকাডাকি করেন।সারা সব্দ না পেয় তিনি ভিতরে ডুকে দেখেন তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে আল আমিন। আল আমিনের স্ত্রী চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সন্ধ্যা ৬-ঘটিকার সময় তাকে মৃত্যু ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গোসলের কথা বলে বাথরুমে কোনো এক সময় আত্মহত্যা করেছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বলেন, আল আমিন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায় নি।