Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 25 July 2023
  • অন্যান্য

দেবীগঞ্জে কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন

Google News

বিএডিসি, ধান গবেষণা, কৃষি গবেষণা,গম ও ভূট্টা গবেষণা, বিনা, সুগারক্রপ গবেষণা, পাট গবেষণা, তুলা ফার্ম, রেশম বীজাগাড়, ও ডেইরি ফার্মে কর্মরত সকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিত ও দৈনিক মজুরী বৃদ্ধিসহ কৃষি
ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র শ্রমিক সমিতি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আজ মঙ্গল বার ২৫ জুলাই পঞ্চম দিনেও চলছে মানববন্দন ও অবস্থান কর্মসুচি ।বক্তারা বলেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি ৩০জুলাই পর্যন্ত চলবে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র শ্রমিক সমিতি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দেবীগঞ্জ,সাধারন সম্পাদক বলেন আমাদের দাবি না মানা হলে আমরা কঠর অনশনে যাবো <এসময় অন্যান্ন বক্তা বলেন আমাদের সরকার শ্রমিক বান্ধব সরকার আমাদের দাবি মেনে নিবে বলে আশা করছি । মানববন্ধনে শ্রমিকরা আরো বলেন, বিএডিসি গবেষণাসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিকদের নীতিমালা অনুযায়ী নিয়মিত করণ এবং বর্তমান বাজার মূল্যের সাথে সংহতি রেখে দৈনিক মজুরী ১০০০ টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরী ৯৫০ টাকা বৃদ্ধি সহ ১৩ দফা দাবি তুলে ধরেন।