দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী বিল হতে সোনার মন্ডব হয়ে যতরঘু পর্যন্ত ৬/৭ কিলোমিটার দৈর্ঘ্য ২ হাজার একর জমি জলাবদ্ধতা থাকায় এই সমস্যা নিরসন জমি আবাদি করার লক্ষ্যে আজ,২৪ শে,জুলাই ২০২৩,সোমবার ক্যানেল খননের উদ্বোধন করেন।
মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি সদস্য মোঃ নুর ইসলাম বগি বিমল চন্দ্র রায় মোঃ রেজাউল ইসলাম মোঃ সাদিকুল ইসলাম জাহাঙ্গীর আলম মোক্তার হোসেন রওশন আলি রোকন শাহ্
ইউপি মহিলা সদস্য মোছাঃ মোসলেমা আক্তার ও বাবু কেশব কর সহ সাধারণ কৃষকেরা।
এ সময় কৃষকেরা বলেন ক্যানলে না থাকায় আমরা প্রায় ২ হাজার একর জমি চাষাবাদ করতে পরিনা ক্যানেল খনন করা হলে আমরা এই ২ হাজার একর জমি চাষাবাদ করতে পারবো বলে জানান কৃষকেরা
সে সময় রঙ্গত চন্দ্র রায় নামের এক কৃষক বলেন এই দোলায় আমার এক বিঘা জমি রয়েছে জলাবদ্ধ থাকায় চাষাবাদ না হওয়ার কারনে কষ্টে আমার সংসার চালাতে হয়।
ইউপি,চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন তিনি বলেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু ঊর্দ্বতন কারো সারা না পাওয়ায়
ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্যানেল খননের কার্যক্রম শুরু করা হলো এই কাজ সফল করতে ক্যানেলের পার্শ্ববর্তী জমির মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি।