Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Google News

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি প্রভাত চন্দ্র রায়। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি প্রভাত চন্দ্র রায়। ছবি: ইনডিপেনডেন্ট দিনাজপুরে স্ত্রীকে কুপিয়ে ও গলা টিপে হত্যার দায়ে স্বামী প্রভাত চন্দ্র রায়কে মৃত্যুুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়।

সোমবার সকালে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবিদ হোসেন এই আদেশ দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রভাত চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া গ্রামের লালু চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, বিয়ের পর থেকে নেশাগ্রস্ত হয়ে স্ত্রী ববিতা রানীকে নির্যাতন করতেন প্রভাত চন্দ্র। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বিকালে নিজ বাড়িতে শাবল দিয়ে কুপিয়ে ববিতা রানীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে ববিতা রানী মাটিতে পড়লে গলা টিপে মৃত্যু নিশ্চিত করেন স্বামী প্রভাত চন্দ্র।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন নিহত ববিতার ভাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণসহ সবদিক বিবেচনা করে এ আদেশ দেন আদালত।