Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 8 August 2023
  • অন্যান্য

দিনাজপুরে পৌরসভার ময়লার স্তূপের মধ্যে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ছবিঃ প্রতিনিধি

Google News

দিনাজপুরে পৌরসভার ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় শহরের মাতা সাগর মোড়ে অবস্থিত পৌরসভার ময়লা স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে লাশটির হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে করে ময়লা এখানে আনা হয়। দুপুরের দিকে ময়লার স্তূপের ১ জনর হাত দেখা যায়। ময়লা সরানোর পর লাশ দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে জানানো হয়। হয়তো কোনও গাড়িতে করে এই লাশ ময়লার সঙ্গে চলে এসেছে।

দিনাজপুর কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম জানায়, আমরা খবর পেয়ে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত নারীর(৫০) লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে‌।