দিনাজপুরের হাকিমপুর হিলি স্টেশন ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠ নামক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ট্রাকের ধাক্কায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে মাথা থেতলিয়ে গিয়ে ঘটনা স্হলে রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় হাকিমপুর উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে থেকে ৩০০-৪০০ গজ দূরে বিরামপুর রোডে ঈদগাহ মাঠ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্হল মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এঘটনায় ঘাতক ট্রাক ও তার চালক পালিয়ে গেছে। নিহত রবীন্দ্রনাথ সরকার রংপুরে ব্র্যাকে কর্মরত ছিলেন। বাইকের নাম্বার (সিরাজগঞ্জ-হ-১৩৯২৫৯)। দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য পৌঁছে যায়।
নিহত মোটরসাইকেল আরোহী (চালক) পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূরনা চন্দ্র নাথ সরকার এর ছেলে রবীন্দ্রনাথ সরকার (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছায়েম মিয়া।