দিনাজপুর সদরে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার ১নং চেজেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন,সদর উপজেলার পশ্চিম শিবরামপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোনা সরেনের ছেলে ফ্রাঞ্চিস সরেন(৫৫)। তিনি বাবুর্চি হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম দৈনিক সত্যের কণ্ঠ কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।