দিনাজপুর সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ১ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুর ১.৪০ মিনিটের দিকে দশমাইল হাইওয়ে থানার পাশে মেসার্স মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সিদ্দিকুর রহমান।
নিহত ব্যক্তি হলেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউপির আলোকডিহি চৌধুরী পাড়া গ্রামের মোঃ বকুল মুন্সি ছেলে হযরত মিন্টু(২৭)।
স্থানীয়রা জানায়, ফতেজংপুর ইউপির ইপিজেডের মেসার্স মা ফিলিং স্টেশনে মোটরসাইকেল তেল নিয়ে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। মেসার্স মা ফিলিং স্টেশনে মোটরসাইকেল তেল নিয়ে মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী ট্রাকের সামনের রডে শার্ট লেগে যায় এবং তিনি ভেসে ওঠেন। কিছুক্ষণ পরে তিনি পিছনের চাকার নিচে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্র্যাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।