Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 16 August 2023
  • অন্যান্য

দিনাজপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Google News

দিনাজপুরের পার্বতীপুরে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর বিশকারী (হঠাৎ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে খাবার পর নিজ ঘরে শুতে যান গৃহবধু হোসনে আরা বেগম। সকাল ৯ টা পার হলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহের সৃষ্টি হয় পরিবারের। ডাকা ডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের সেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তিনি একই এলাকার মো: আজিম হোসেনের স্ত্রী।

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মোঃ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।