দিনাজপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা ফেরত মাসুদ হাসান নামের আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে । এর আগে গত শুক্রবার ভোরে রাকিব নামে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ।
মাসুদ হাসান( ১৮) দিনাজপুর জেলার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে ।
পরিবার সূত্রে জানায়, মাসুদ হাসান ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো । জ্বর নিয়ে বাড়ীতে ফেরার পর পরীক্ষা- নিরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পরে । চিকিৎসকের পরামর্শে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । এর আগে মোহাম্মদ রাকিব নামে ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল মোহাম্মদ রাকিব( ১৭) নামে আরেক রোগীকে । আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় হেমোরেজিক ম্যানুফেস্টেশনের কারনে পরদিন ১০ আগষ্ট শুক্রবার ভোরে মারা যান তিনি ।
মোহাম্মদ রাকিব( ১৭) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দশমাইল গ্রামের রশিদুলের ছেলে ।
সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক দৈনিক সত্যের কণ্ঠ কে জানান, দিনাজপুরে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল । তাদের মধ্যে তিনশত রোগী সুস্হ হয়ে হাসপাতাল ছেড়েছেন । অন্যরা চিকিৎসাধীন রয়েছে । এর মধ্যে ২ জন মারা গেছে । ঢাকা ফেরত ডেঙ্গু আক্রান্ত রোগী মাসুদ হাসানকে গত ৯ আগষ্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউ ইউনিটে শক সিনড্রোমে মারা গেছে । পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক প্রচার অভিযান কার্যক্রম চালানো হচ্ছে ।