Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 10 September 2023
  • অন্যান্য

দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধিঃ
September 10, 2023 2:30 pm । ১৪২ জন

Google News

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান বাবু (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) শেষ বিকালে বাঁশবাড়িয়া-দশমিনা সড়কের গছানী বাজার পুর্ব পাশে এ দুঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বাবু উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের  মৃত মোফাজ্জেল মৃধার একমাত্র ছেলে।

মেহেদী হাসান বাবু মার্কেন্টাইল ব্যাংকের পটুয়াখালী শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারের পুর্ব পাশে মটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। তিনি আরও বলেন নিহতের বাড়িতে রোববার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।