Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 22 June 2023
  • অন্যান্য

তাড়াইলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

Google News

কিশোরগঞ্জের তাড়াইলে অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম- কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৪৫ জন মহিলাকে ৬মাসের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছেন সোসাইটি ফর সোশাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ।

বৃহস্পতিবার ( ২২জুন) উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টায় ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জিম্মাদার আবু তাহেরভুঁইয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রওশনা জাহান ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন এবং জামিয়াতুল ইসলাহ আল- মাদানিয়া ইছাপশর- বেলংকার শিক্ষা সচিব ও শায়খুল হাদীস মাওলানা বুরহান উদ্দীন । এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সোসাইটি ফর সোসাল এন্ড টেলনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ কুুয়েতি ফান্ডের কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী মাওলানা আবু বকর ইউসুফ বলেন, উপজেলা সদরে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৪০০জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয় । ক্রমান্বয়ে তাদের পরিবারভাতাও দেয়া হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে ৪৫ জন মহিলাকে সেলাই মেশিন দেয়া হচ্ছে । ক্রমান্বয়ে বাকীদেরও সেলাই মেশিন দেয়া হবে । তিনি বলেন, অত্র সংস্থাটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ।