Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 30 October 2023
  • অন্যান্য

ডোমারে সেতু আছে, নেই সংযোগ সড়ক

নীলফামারী সংবাদদাতা
October 30, 2023 12:20 pm । ১৫০ জন

Google News

সেতু আছে, নেই সংযোগ রাস্তা। সেতুর দুই পাশের মাটি ভরাট না থাকায় কোনো কাজেই আসছে না আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে নীলফারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিরিপুতি পাড়ার  মানুষ।

জানা যায়, সড়ক ও জনপথ  অধিদপ্তরের অধীনে গত ২০২১-২০২২ অর্থ বছরে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী  ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিলাহাটী ও আমবাড়ী বালিকা দাখিল
মাদরাসা সড়কের কাছে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু। কিন্তু সেতু নির্মাণের পর থেকে আজ অবধি সেতুর দুই পার্শে গোড়ায়  মাটি না থাকায় অকেজো হয়ে পড়ে আছে।
অথচ ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ কাজ না করেই প্রকল্পের অর্থ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
শরনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ডোমার উপজেলার গোমনাতী  ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিরিপুতি গ্রামের চিলাহাটি সড়কের কাছে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে  অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত হয় সেতু আর এখন তা মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
সেতু ব্যবহার করতে না পারায় গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন। এলাকাবাসী রহিম জানান গত ২ বছর আগে নির্মাণ করা সেতুটিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর দুই পার্শে মাটি ভরাটের কাজ শেষ না করায় পানি জমে থাকায় আবাদ করা যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য দৃলাল হোসেন জানান, গত ২ বছর আগে চিলাহাটি সড়কটি বড় করার লক্ষ্যে সরকার আমার জমি অধিগ্রহণ করে ক্ষতি পুরন না দিয়ে সেতুটি নির্মাণ করে। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান গত ১ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ করার পর সেতুর দুই পাশে মাটি ভরাট না করে চলে য়ায় ।কিন্তু  মাটি ভরাট ও সড়ক  হবে কিনা জানিনা। এদিকে আমার অধিগ্রহণকৃত জমির কোন টাকা আমি পাই নাই।