চট্টগ্রামের মীরসরাই উপজেলা নিবাসী মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম (৪৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।
২৬জুলাই ২০২৩ বুধবার বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহীদুল ইসলাম উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মকছুদ আহম্মদের পুত্র। সে দীর্ঘদিন মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিল। সে ব্যক্তিগত জীবনে ২টি কন্যা সন্তানের জনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৯নং মীরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন বলেন, শহীদুল ইসলাম অনেক ভালো ছিলো। আমি তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই এবং তার এতিম শিশু কণ্যা দু’জনের জন্য দোয়া করি।