নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মখিমদ্দিনের ছেলে ফজিবর রহমান (৫৩) এর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রি গং দের সাথে নিহত ফজিবর রহমানের জমি জায়গা লইয়া বিরোধ ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উভয় পক্ষের মধ্যে জমি জায়গা লইয়া মারামারি সংঘটিত হয়। এসময় ভাগিনার লাঠির আঘাতে মামা ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা মেডিকেলে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিমলা থানা পুলিশ দইজনকে আটক করেন। তারা হলেন মাহাবুর রহমানের পুত্র মোঃ মাসুদ ইসলাম ও মহুবার রহমানের পুত্র সুজন ইসলাম।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, লাশ আগামী কালকে নীলফামারী জেলা মর্গে প্রেরণ করা হবে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।