Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 6 June 2023
  • অন্যান্য

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায়

Google News

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন । বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল, নেমে যাচ্ছে পানির স্তর । দেখা দিয়েছে পানির তীব্র সংকট । সেজন্য বৃষ্টির আশায় ঠাকুরগাঁও শহরের গোয়াল পাড়া কওমি মাদ্রাসা মাঠে বিশেষ নামাজ( সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন স্থানীয়রা ।

মঙ্গলবার( ৬ জুন) সকাল ১০ টায় খোলা আকাশের নিচে কাওমি মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় । নামাজে ঠাকুরগাঁও শহরের কয়েকশ মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন । নামাজে ইমামতি এবং অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা মুফতি আলহাজ্ব রেজাউল করিম মোহাম্মদ । এদিকে আরও দুদিন এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে জানিয়েছে দারুস সালাম কওমি মাদরাসা কর্তৃপক্ষ ।

নামাজ শেষে মুফতি রেজাউল করিম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খারাপ অবস্থার মধ্যে রয়েছে । বৃষ্টি আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন । তাই আল্লাহর কাছে চাওয়া সুন্নত । আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা ।

মঙ্গলবার( ৬ জুন) আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে । চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, মৌসুমি বায়ু এখনও সেট হয়নি; আটকে আছে । তবে আগামী সপ্তাহে যেকোনো দিন মৌসুমি বায়ু শুরু হতে পারে । বিশেষ করে আগামী শনিবার( ১০ জুন) থেকে সোমবারের( ১২ জুন) মধ্যে এটি অগ্রসর হতে পারে । তখন থেকে বৃষ্টি শুরু হবে । এতে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকবে ।