Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 10 June 2023
  • অন্যান্য

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বিএসএফ’র গুলিতে জিন্নাত আলী( ৫৫) নামে ওই বাংলাদেশি নাগরিক শনিবার দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে নিহত হয় ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নং পিলার সংলগ্ন এলাকায় গবাদি পশুর জন্য খাষ তুলতে যায় ধর্মগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে জিন্নাত ।
এসময় ভারতের ১৫২ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ।

গুলিতে গুরুতর আহত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে । পরে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে ।

এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে পরিবারের সদস্য তার লাশ বাসায় নিয়ে যায় । পরে পুলিশ খবর পেয়ে বাসা থেকে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে ।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর বিএসএফ’র সাথে পতাকা বৈঠক হয়েছে । মৌখিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে । উভয় পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।