ঠাকুরগাঁওয়ে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল বর্মন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত নিখিল বর্মন (২২) রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলা ক্ষেতে কাজ করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে নিখিলের মৃত্যু হয় এবং সঙ্গে থাকা তার ভাই অকুল দৌড়ে বাড়িতে এসে সবাইকে জানান। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।