Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 30 October 2023
  • অন্যান্য

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
October 30, 2023 12:44 pm । ১৪৭ জন

ঠাকুরগাঁও জেলায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক ।
বিএনপির মহাসচিবকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় পুলিশের সাথে বিএনপির নেতা ও কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে ।
এ সময় পুলিশ বিএনপির ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমানকে আটক করেছে পুলিশ৷
রোববার (২৯ অক্টোবর ) দুপুর ১টার দিকে শহ‌রের কা‌লিবা‌ড়ি থে‌কে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহ‌রের চৌরাস্তার দি‌কে যেতে চাই‌লে পু‌লিশ মি‌ছিল‌টি বাধা দেয়। এক পর্যা‌য়ে মি‌ছিলকারীরা পু‌লিশ‌কে লক্ষ‌ ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে পু‌লিশ ফাঁকা গু‌লিও টিআরসেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে আ‌ন্দোলন কারী‌রা ছত্রভঙ্গ হ‌য়ে যায়।
পরে তারা পা‌নি উন্নয়ন বো‌র্ডের সাম‌নে অবস্থান নেয়। এরপর মি‌ছিলকারীদের স‌ঙ্গে ক‌য়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ত‌বে এ ঘটনায় হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মি‌ছিলকারী‌দের ছত্রভঙ্গ কর‌তে পু‌লিশ রাবার বু‌লেট ছু‌ড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।