Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 20 June 2023
  • অন্যান্য

ঠাকুরগাঁওয়ে কৃষি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার

Google News

ঠাকুরগাঁওয়ে জমিতে পরে থাকা পারভেজ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ । জানা গেছে নিহত পারভেজ সংশ্লিস্ট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের তজু চৌধুরীর ছেলে ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া খেলায় অংশ নেয় জুয়াড়িরা । গেল রাতে প্রতিদিনের মতই জুয়ার আড্ডা বসে ।

এসময় কেউ টচ লাইট জালিয়ে তাদের ধাওয়া দেয় । পরে সবাই পালিয়ে গেলেও জমিতে পরে মারা যায় পারভেজ ।
পরে আজ সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে । লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ।

এ বিষয়ে আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা জানান, জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়ার সময় পারভেজের মৃত্যু হয় । কেউ হত্যা করেছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে জমিতে পরে মারা গেছে তা তদন্তের প্রয়োজন ।

আর রুহিয়া থানার ওসি সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলমান । তদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে । মামলার রুজুর প্রক্রিয়া চলছে ।