Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 4 June 2024
  • অন্যান্য

ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের

কাঁচামরিচ

Google News

দিনাজপুরের খানসামায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন সবজির দাম। তবে ঝাঁল বেড়েছে কাঁচামরিচের। ‍বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এতে বিপাকে সাধারণ ক্রেতারা। গতবছরের আগস্ট মাসে দামের রেকর্ড করেছিল কাঁচা মরিচ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছিল। তবে এখন আবারও চোখ রাঙাচ্ছে এর ঝাল!

 

সোমবার (৩ জুন) উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

 

বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের রসুন, পেঁয়াজ, আলু, মুরগি ও মাছের বাজার। এবার এ তালিকায় নাম উঠাল কাঁচামরিচের। বাড়তি অন্যান্য সবজির দামও।

 

সাধারণ ক্রেতারা বলেন, গরমের অজুহাত দিয়ে আবারও কাঁচামরিচের বাজার অস্থির করার চেষ্টা চলছে।

 

বাজার করতে আসা শরিফুল ইসলাম নামে এক ক্রেতা জানান, বিভিন্ন অজুহাতে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। এ মরিচ কিছুদিন আগে কিনলাম ৪০ টাকা সেই মরিচ এখন ১০০ টাকা। গতবার বৃষ্টি আর এবার অজুহাত দেয়া হচ্ছে গরমের। তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? অন্যান্য মশলা না হলেও তরকারি রান্না করা যায়। তবে কাঁচামরিচ ছাড়া তরকারি একেবারেই যায় না। যদিও শুকনা মরিচ দিয়ে রান্না করা যায়, কিন্তু সেই তরকারি তো ভাল লাগে না। তাই বাধ্য হয়েই বেশি দামে কিনছি।

 

বিক্রেতাদের দাবি, তীব্র গরমের কারণে গাছ মরে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন; তাই বাড়ছে দাম।

 

খানসামা বাজারের কান্দুরা ইসলাম নামে এক সবজি বিক্রেতা বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাড়ছে এর দাম। অন্যান্য বছর গরম ও ঝড়-বৃষ্টির কারণে হলেও এবার তীব্র গরমে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই কিছুটা সরবরাহ ঘাটতি হওয়ায় বাড়ছে দাম।

 

 

dsk tv