1. mdsabbirzamader7@gmail.com : admin :
জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
    Update Time : Friday, November 29, 2024
  • 15 Time View
জয়পুরহাট জেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জয়পুরহাট জেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

সভায় পুলিশ সুপার মহোদয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন মতামত, প্রস্তাবনা এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।এবং তিনি যানজট নিরসনে বাস্তবসম্মত সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রেখে যানজট সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

পুলিশ সুপার আরও বলেন যে, শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কে. এম. এ মামুন খান চিশতী, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যগণ।

 

মতবিনিময় সভার পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। পুলিশ প্রশাসনের এ ধরনের কার্যক্রম জেলার যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫