জেলা প্রশাসকের হস্তেক্ষেপে ১৫দিন পর চলাচলের রাস্তা পেল অর্ধশত পরিবার নিরসনের আশ্বাস দিয়েছেন। তাই তাৎক্ষণিক আমি নিজেই রাস্তার উপর থেকে খুঁটি ও বাঁশ সরিয়ে নিয়েছি।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পাওয়ার পর তাৎক্ষনিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাস্তাটি আবারো আগের মত চলাচল উপযোগী করেছি। তাদের মাঝে আরো কিছু ছোটখাটো ঝামেলা আছে নিজেদের জায়গা জমি নিয়ে। তা আগামী বুধবার সরকারী সার্ভেয়ারের দ্বারা মাপযোগের মাধ্যমে স্থায়ী সমাধান করে দেয়া হবে।
এব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, অর্ধশত পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি ১৫দিন ধরে বন্ধ রয়েছে এমন খবর পাওয়ার পর আমি তাৎক্ষনিক ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। একই সাথে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে বিষয়েও স্থায়ীভাবে সমাধান করার জন্য নির্দেশনা দিয়েছি।