জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন মফস্বলের সাংবাদিকরা। বেশির ভাগ পত্রিকার মালিকরা মফস্বলের সাংবাদিকদের কোন ধরনের সম্মানি দেয় না। এমন মন্তব্য করেছেন- চাটখিল প্রেসক্লাবের আয়োজনে তয় বারের মতো সাংসদ নির্বাচিত ও শ্রম ও কর্মসংস্থান সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাবের হলরুমে মামুন হোসেন ও কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সোয়েব হোসেন ভুলু।
আরও বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুশফিকুর রহমান, সাংবাদিক ফোরাম এর সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ ও মেহেদী হাসান রুবেল ভুঁইয়া।
আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক ভিপি বজলুর রহমান লিটন ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।