সাংবাদিক/ প্রতিনিধি নিয়োগ দিবে জাতীয় দৈনিক দিনের কণ্ঠ। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক দিনের কণ্ঠ। যার ডিএফপি নং ঢাকা ৩৯৫ ।
সুযোগ- সুবিধা/ বেতনঃ
*আমরা সকল প্রতিনিধি জন্য ডিজিটাল আইডি কার্ড প্রদান করি। যাতে করে সহজেই দৈনিক দিনের কণ্ঠ প্রতিনিধি আসল কিনা তা Confirm করা যায়।
*দৈনিক দিনের কণ্ঠ প্রতিনিধিদের সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে যে কোন সমস্যা সমাধান ও সরাসরি সহযোগিতা কর্তৃপক্ষ করে।
*নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদের পর্যবেক্ষণ কার্ড পেতে সর্বাত্মক সহযোগিতা করা হয়।
*আমরা প্রতিনিধিদের ৩০টি নিউজের শর্তে প্রতি মাসে ৩০০০/- সম্মানির ব্যবস্থা রাখি।
*আমাদের এটি প্রিন্ট মিডিয়া তাই প্রতিনিধিদের সৌজন্যে কপির ব্যবস্থা রাখা হয়।
*সংবাদ সংগ্রহ ও প্রকাশ পর্যন্ত প্রয়োজনীয় সকল Hardware দৈনিক দিনের কণ্ঠ প্রদান করে।
দৈনিক দিনের কণ্ঠ পত্রিকা কি সরকার নিবন্ধিত?
উত্তর: হ্যাঁ, ডিএফপি ঢাকা ৩৯৫ (সরকারি ওয়েবসাইট লিঙ্ক)
দৈনিক দিনের কণ্ঠ প্রতিনিধি হলে সৌজন্য কপি ক্রয়করা বাধ্যতামূলক?
উত্তর: না, আমরা আমাদের প্রতিনিধিদের দৈনিক দিনের কণ্ঠ পড়ার জন্য ক্রয়ে উৎসাহিত করি। তবে প্রতিনিধি ক্রয় করা ও না করার সম্পূর্ণ স্বতন্ত্রবোধ রাখেন।
কিভাবে যুক্ত হবেন/ আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে পারবেন ।
আবেদনের ফর্ম এখানে ক্লিক করুন