Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 17 July 2023
  • অন্যান্য

জলঢাকায় শালিকাকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি দুলাভাই আটক

নীলফামারীর জলঢাকায় মাদ্রাসা ছাত্রী ও আপন শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা চেষ্টা মামলার আসামি কে আটক করেছে পুলিশ।

Google News

রবিবার  জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জু ও  জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযান টিম গোলনা ইউনিয়নেন চিরাভিজা গোলনা এলাকায় অভিযান চালিয়ে আসামী  দুলাভাই বেলাল হোসেন (২৫)কে আটক করে। আটককৃত বেলাল গোলনা ইউনিয়নের চিরাভিজা গোলনার বড় জুম্মার পাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।থানা অফিসার ইনচার্জ জানান তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীকে আটক করে আদালতে সোপর্দ করলে সে স্বেচ্ছায় ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেন।পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য যে ঘটনাটি গত রবিবার রাত সাড়ে নটার দিকে।জানা যায়  কিশোরী ছাত্রী একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী  । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে লাউ গাছের মাচার নিচে ওই বখাটে দুলাভাই কিশোরী ছাত্রী শালিকাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।পরে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কিশোরী শালিকার  বলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।  পরে এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী  তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।