জয়পুরহাটের দুর্গাদহ বাজারে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ষে জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (১৩নভেম্বর ) সকাল ৯টার দিকে জেলার ভাদসা ইউনিয়নে দুর্গাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ নিহত জনি উপজেলার ছাওয়াল পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয়পুরহাট থেকে একটি মাছবাহী পিকআপ নওগাঁর দিকে যাচ্ছিল,এমন সময় মেটরসাইকেল আরহী উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় পৌঁছালে একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হাড়িয়ে মেটরসাইকেলকে ধাক্কা দেয়। সে সময় পিক আপের ধাক্কায় মেটরসাইকেল চালক জনি চাপা পরে ঘটনা স্থানে তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানা ওসি হুুমায়ন কবির বলেন, জনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক সে দূর্গাদহ বাজার এলাকায় পৌঁছলে একটি মাছবাহী পিকআপ তার মেটরসাইকেলের সংগে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই জনি নিহত ও অপর এক জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷