Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 4 June 2023
  • অন্যান্য

জয়পুরহাটে ঝড়ের তাণ্ডবে এক মহিলার মৃত্যু ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

Google News

জয়পুরহাটের কালাই উপজেলায় ঝড়ের সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আছিয়া বেগম( ৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হন । রোববার( ০৪ জুন) সাড়ে ৫টার দিকে উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটেছে ।

পুলিশ সুত্রে জানা গেছে, ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেয় গৃহবধূ আছিয়া বেগম । সেসময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি । আহতাবস্থায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত আছিয়া বেগম উপজেলার মাত্রাই ইউনিয়নের মোফাজ্জল হোসেনের স্ত্রী বলে জানা গেছে ।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এস এম মঈনুদ্দীন ।

এদিকে, একইদিনে ২টার দিকে জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান( ০৮) নামে এক শিশুর মৃত্যু ।

নিহত সোহান সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের উজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রামের একটি দিঘিতে গোসল করতে যান সোহান । সে পানিতে খেলা করার সময় ডুবে যায় । অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে । তখন পরিবারের লোকজন এসে পানিতে তাকে খুঁজতে থাকে । একসময় তাকে খুঁজে পান পরিবারের সদস্যরা । ওই অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সিরাজুল ইসলাম ।