Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 24 February 2024
  • অন্যান্য

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী পড়শী রুমি

বিনোদন প্রতিবেদক
February 24, 2024 1:22 pm । ১১৩ জন

Google News

মডেল ও অভিনেত্রী সিলেটের মেয়ে পড়শী রুমি খুব অসুস্থ। বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন৷ জটিল এক রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন৷ সম্প্রতি ভারতে চিকিৎসা করিয়ে এসেছেন তিনি৷ আজ সকাল থেকে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পরেন৷ অভিনেত্রী নিজেই তার অসুস্থতার কথা প্রতিবেদককে জানান।
সকলের কাছে দোয়া চেয়ে এই অভিনেত্রী বলেন, আমার শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো না৷ আজ (বৃহস্পতিবার) সকাল থেকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে৷ জটিল এক রোগ বাসা বেঁধেছে শরীরে৷ জানিনা এর থেকে মুক্তি পাব কি না৷ আমার ভক্তসহ পুরো দেশ বাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেনো আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।সুস্থ হয়ে আমি আপনাদের সকলের মাঝে আবার ফিরে আসতে চাই।

উল্লেখ্য, অভিনয় শিল্পী পড়শী রুমি চলচ্চিত্র ছাড়া সব মাধ্যমেই তার পথচারণা রয়েছে। নাট্যমঞ্চ, র‌্যাম্প, ফটোশ্যুট, টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিফিল্ম, টিভিসিসহ পারফর্মিং আর্টের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। রুমির স্বপ্ন ভালো একজন অভিনেত্রী হবেন সেই লক্ষেই কাজ করে যাচ্ছিলেন তিনি৷ অসুস্থতার কারনে অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী।