সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এরই ধারাবাহিকতায় নড়াইলের লোহাগড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে র্যালির প্রস্তুতিকালে ছাত্রলীগের হামলায় ১২ নেতাকর্মী আহত হয়েছে ।
শুক্রবার( ১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তার পাশে এ ঘটনা ঘটে ।
হামলায় আহতরা হলেন- লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকিদুল ইসলাম দুলু, ওয়াহিদুজ্জামান ওহিদ, নাইমুল ইসলাম ইমন, শাহীনুর রহমান, শুকুর মোল্যা, ইয়ানুর, রোমেল কাজী, হীরক মন্ডল, লায়ন, মাহফুজুর রহমান, জিহাদ ও মুসা মোল্লা ।
এ সময় হামলাকারীরা উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ও উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটু’র বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন ।
গুরুতর আহত লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক মাহফুজুর রহমান ঢাকা পঙ্গু হাসপাতালে, ছাত্রদলের জিহাদ ও লায়ন ফরিদুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এদিকে বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লক্ষীপাশা চৌরাস্তায় বিক্ষোভ করেন ।
বিক্ষোভে কিছু সময়ের জন্য নড়াইল- কালনা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় । পুলিশি তৎপরতায় নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়েছে ।
উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটু হামলার নিন্দা জানিয়ে বলেন, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালির প্রস্তুতিকালে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে জমায়েত হচ্ছিলেন । এ সময় ছাত্রলীগের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালায় আমাদের নেতা কর্মীদের উপর । তারা আমার বাড়িসহ উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়িতে হামলা চালায় । আমাদের নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে ছাত্রলীগের ক্যাডার বাহিনী ।
বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইন বলেন, বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল, এ খবর পেয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল করি । আমাদের বিক্ষোভ মিছিল চলাকালে কালনা- নড়াইল মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হই । বিএনপি নেতাকর্মীদের আমরা বোঝাই কোনো ধরনের নাশকতা করে যেন নড়াইলের পরিবেশ অশান্ত না করে । এক পর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় । পরে আমরা ছাত্রলীগের কর্মীরা যে যার মত করে ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করি । তারপর কি হয়েছে এ বিষয়ে আমার জানা নাই ।
বিএনপির নেতারা ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বলেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে । হামলা মামলায় বিএনপি ভয় পায় না । নড়াইল জেলা বিএনপি সুসংগঠিত আছে । সরকারের সমালোচনা করে দ্বাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন বলেন, সকালের দিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত ।