গত ২৩-০৭-২০২৩ খ্রিঃ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায় এজাহারকারী মোঃ আনিছুর রহমান (৪০), পিতা- মোঃ ময়নুল ইসলাম, সাং-রাধানগর, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় এই মর্মে এজাহার দাখিল করেন যে, তার ছেলে মোঃ আকাশ আলী (১৫) তাহার অসুস্থ বন্ধুকে দেখার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মেইন গেটের সামনে তাড়াহুড়া করে তাহার বাইসাইকেলটি তালা না দিয়ে হাসপাতালের দোতলায় তাহার অসুস্থ বন্ধুকে দেখতে যায়। কিছুক্ষণ পরে আমার ছেলে আকাশ নিচে নামিয়া দেখতে পায় যে, তাহার উক্ত বাইসাইকেলটি মেইন গেটের সামনে নাই। বিষয়টি মোবাইল ফোনে তাহাকে জানালে সে, তার ছেলে ও ছেলের বন্ধুরা সহ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করাকালে উপজেলা মার্কেটের সামনে অনেক লোকজনের ভিড় দেখিয়া সেখানে গিয়া দেখিতে পাই যে, স্থানীয় লোকজন চুরি যাওয়া হিরো বাইসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মফিজুল ইসলাম (১৪), পিতা-মোঃ ওমের আলী, সাং-কইরাপাড়া (গোয়ালপাড়া), থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে হাতে নাতে আটক করিয়াছে। উপস্থিত লোকজন উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে আসিয়া উপস্থিত লোকজনের সামনে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মফিজুল ইসলামকে জিজ্ঞাবাদ করিলে সে আমার ছেলের হিরো বাইসাইকেলটি হাসপাতালের মেইন গেটের সামনে হইতে চুরি করিয়া নিয়ে আসার কথা স্বীকার করে। তখন পুলিশ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মফিজুল ইসলামকে নিজ হেফাজতে গ্রহণ করেন এবং উপস্থিত স্বাক্ষীদের সামনে হিরো বাইসাইকেলটি জব্দ করেন। উপস্থিত লোক জনের সামনে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মফিজুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ কালে সে আরো জানায় যে, বিভিন্ন দিনে আটোয়ারী ফকিরগঞ্জ বাজার এলাকা হইতে আরো কয়েকটি বাইসাইকেল চুরি করিয়া উপজেলা মার্কেটের বাইসাইকেল মেকানিক ০২ নং আসামী মোঃ মামুন (২৬), পিতা- মোঃ ময়নুল হক, সাং-কিসমত রসেয়া, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় এর নিকট বিক্রয় করিয়াছে বলিয়া জানায়। পরবর্তীতে ০২ নং আসামী মামুন এর বাইসাইকেল মেকানিক দোকানে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করিয়া আরো ০৩টি চোরাই পুরাতন বাইসাইকেল উদ্ধার করিয়া একই তারিখে জব্দ তালিকা মূলে জব্দ করেন ও আসামীকে গ্রেফতার করেন। এ বিষয়ে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।