চিরিরবন্দর উপজেলার প্রান কেন্দ্র ঘুঘুরাতলী মোড়ে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে দুটি ড্যাম্প ট্রাককে ২০ হাজার টাকা ও অতিরিক্ত ধানের বস্তা পরিবহনের দায়ে ৫ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।
রাস্তায় দুর্ঘটনা এড়াতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।