চাটখিলে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ কারবারিকে ৩১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর চাটখিল বাজারে ২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে, ব্যবসার মালামাল রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকে ৩১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় চাটখিল বাজার ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, পৌর বাজারে লেগে থাকা নিয়মিত যানজট নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত থাকবে। এসময় সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।