Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 16 February 2024
  • অন্যান্য

চাটখিলে চক্ষু হাসপাতালে এন্ড ফ্যাকো সেন্টার (প্রাঃ) ফ্যাকো অপারেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
February 16, 2024 10:51 pm । ৪৭ জন

Google News

চক্ষু রোগীদের মাঝে উন্নত মানের চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাটখিল চক্ষু হাসপাতালে এন্ড ফ্যাকো সেন্টার (প্রাঃ) এর ফ্যাকো অপারেশনের উদ্বোধন করা হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে চাটখিল দক্ষিণ বাজারে অবস্থিত চাটখিল চক্ষু হাসপাতাল (প্রাঃ) ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ৩ টায় প্রধান অতিথি ডাঃ নোমান ফ্যাকো অপারেশন উদ্বোধন করেন।

আরও উপস্থিত ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ফাওয়াজ বিন ইউসুফ, পরিচালক দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন ভুইঁয়া, মনজুর আলম, কামরুল হাসান রুবেল ও সাইফুল ইসলাম।