ফরিদপুরের চরভদ্রাসনে ১০০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের গোবিন্দ সরকারের বাড়ির সামনে থেকে এসআই শাহিন মিয়ার নেতৃত্বে এএস আই আলী আকরাম, এএসআই ইকবাল হোসেন সহ একটি দল বিশেষ অভিযান চলাকালীন তাকে আটক করে।
আটককৃত হলেন- বিল্পব কুমার সরকার(৩৪)। সে উপজেলার বাদুল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মৃত- সুভাষ চন্দ্র সরকারের ছেলে।
আটকের ব্যাপারে চরভদ্রাসন থানার এএসআই আলী আকরাম এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামার ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে বিল্পবকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে লুঙ্গীর ডান পাশের কোচর থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।