Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 21 August 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে দুই দিন বিরতি দিয়ে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন

ফরিদপুর প্রতিনিধি
August 21, 2023 3:27 am । ১৩৬ জন

Google News

ফরিদপুরের চরভদ্রাসনে দুই দিন বিরতি দিয়ে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। রবিবার সকাল দশটা পনেরো মিনিট হতে দশটা পয়তাল্লিশ মিনিট পর্যন্ত মাত্র আধা ঘন্টায় ৬০ শতাংশ জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

চর হরিরামপুর সবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থায়ী বাঁধের মাত্র বারো মিটার দক্ষিণে এ ভাঙন দেখা দেয়।

প্রতক্ষদর্শী সবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ শুকুর আলী(৬১) বলেন, সকালে তিনি নদীর পাড়ে ছিলেন হঠাৎ লক্ষ করেন তার জমিতে লম্বা আকারের ফাটল দেখা দিয়েছে। ক্রমেই সে ফাটল বৃদ্ধি পেয়ে পানিতে দেবে যায়। এভাবে তার তের শতাংশ জমি নদী গর্ভে চলে যায়। এছাড়া ওই একই গ্রামের রীনা আক্তারের পৈত্রিক ২০ শতাংশ,পান্নু মোল্যার ১৩ শতাংশ ও গাজীরটেক ইউনিয়নের শওকত নামে এক ব্যক্তির ১৪ শতাংশ জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান(২৪) বলেন, অনেকেই আসলো দেখলো। কিন্তু কাজতো হইলো না। নদীতে সব যাওয়ার পর কি কাজ হইবো।

চর হরিরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. হায়দার বলেন, সকালে তীব্র ভাঙনে অনেক জমি নদীতে চলে গেছে। জরুরী ব্যবস্থা না নিলে বাড়ী ঘর কিছুই থাকবে না।

নদী ভাঙনের বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ভাঙনের বিষয়ে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে প্রধান প্রকৌশলী অবগত হয়েছেন। খুব দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।