Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 16 August 2023
  • অন্যান্য

চরভদ্রাসনে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

ফরিদপুর প্রতিনিধি
August 16, 2023 3:44 pm । ১৭৩ জন
প্রতীকী ছবি

Google News

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় রুবেল মণ্ডল (২৮) নামের এক ওমান প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গী সরদার বাড়ি সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সোহান মণ্ডল (২২) নামের আরও একজন আহত হয়েছেন।

রুবেল মণ্ডল উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের খলিল মণ্ডলের ছেলে। তিন মাসের ছুটি নিয়ে ওমান থেকে তিনি বাড়িতে এসেছিলেন। আহত সোহান একই গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেন। সোহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রুবেল ও সোহান মোটরসাইকেলে করে চরভদ্রাসন যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সরদার বাড়ি সেতুর পাশে পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দৈনিক সত্যের কণ্ঠ কে বলেন, নিহত ওই যুবকের পরিবার থেকে কোনো আইনি ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন। এছাড়া ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।