চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির চয়েচ বাসের চাপায় মো. মামুন (২২) নামের এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সথে থাকা জিয়া উদ্দিন (২১) নামের আরেকজন গুরুত্বর আহত হয়েছে।
২০ জানুয়ারি, ২০২৪ শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বি.এস.আর.এম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুনের বাড়ি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে। তার বাবার নাম মো. নিজাম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির একটি চয়েচ বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চাপা পড়ে একজন নিহত হয়। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মরিয়ম বিনতে ফারুক বলেন, সড়ক দূর্ঘটনায় গুরতরো আহত ২জনকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে একজনকে মৃত অবস্থায় পাই। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পাইনি। তবে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে জানান তিনি।