Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 28 October 2023
  • অন্যান্য

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৮ম বর্ষপূর্তি ও নতুন ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
October 28, 2023 1:23 pm । ৬৩ জন

Google News

উৎসাহ উদ্দীপনায় বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্থায়ী ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৮ অক্টোবর (শনিবার) বিকেলে সংগঠনের কোষাধ্যক্ষ জসীম উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ হাসান, লেখক সমিতির সভাপতি ও কথা সাহিত্যেক রুহুল আমিন বাচ্চু, আবদুল ওহাব ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জামাল উদ্দিন,

মল্লিকার দিঘির পাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নান, সাবেক ছাত্র লীগের আহবায়ক সালাহ উদ্দিন সুমন, পাঁচ গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, হারুন অর রসীদ, আবদুল হালিম রাসু প্রমূখ।

 

সংগঠনটি ২০১৫ সালে যাত্রা শুরু করে অদ্যবদি প্রায় ২১ শতাধিক ব্যাগ ব্লাড ডোনেট করে মানুষের জীবন বাঁচানোর সহযোগিতা করেছেন। উপস্থিত অতিথিদের মাঝে প্রামাণ্য চিত্র তুলে ধরে রক্ত যোদ্ধাদের উৎসাহিত করা হয়।