দিনাজপুরের খানসামা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালির মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপজেলা হলরুমে প্রদর্শন করা শেষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি কুশল বিনিময় করেন।
এরপর আইন ও বিচার বিভাগের প্রত্যাশী সংস্থা ও গণপুর্ত অধিদপ্তরের বাস্তবায়নে খানসামা সাব-রেজিস্ট্রি অফিসের ভবনের ফলক উম্মোচন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী, দলিল লেখক, নকল নবীশগণসহ সব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।