Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSunday , 24 December 2023
  • অন্যান্য

খানসামায় আগুনে নিঃস্ব হলেন ২ পরিবার

দিনাজপুরের খানসামায় আগুনে দুটি পরিবারের শয়নকক্ষ, রান্নাঘর, ধান, চাল, আসবাবপত্র, ফ্রিজ, খড়ের গাদা পুড়েছে।

উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামের জমিরপাড়ার মৃত আজহার আলীর ছেলে মো. নাজমুল ইসলাম ও মাতা লায়লা বেওয়ার বাড়ীতে রবিবার (২৪ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাজমুল বলেন, ‘আমার মা ও আমার সব পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আগুন আমাদের অনেক বড় সর্বনাশ করল।’

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর লিডার আবু সায়েম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক রওনা দেই। এলাকাবাসীসহ আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। পরিবারগুলোর ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৩ লাখ ৫০ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাচ্চারা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল টিন, ১০টি কম্বল ও নগদ অর্থ প্রদান করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।