জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফসলের ক্ষেত থেকে তবিবর রহমান (৫৮) নামের এক অটো ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার শিবপুর গ্রামের ফসলের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত তবিবর রহমান উপজেলার শিবপুর গ্রামের তালুকদার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও থানাসুত্রে জানা যায়, তবিবর রহমান শনিবার মাগরিবের আগে তার অটো ভ্যানটিকে চার্জে দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সারারাত আর বাড়িতে ফিরেননি তিনি। রবিবার সকালে শিবপুর গ্রামের ফসলের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক তবিবরের মৃত দেহ পরে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে বিষের বোতল এবং মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।