০৭-০৮-২০২৩ তারিখ সকাল ১১টার দিকে বিশেষ পুলিশ অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুলিয়ারচর থানার মধ্য সালুয়া এলাকায় মাদক ব্যবসায়ী আলমকে আটক করা হয়৷জানা যায় মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (৩২)কে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় কুলিয়ারচর থানা পুলিশ গ্রেফতার করে। আসামী মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (৩২) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য সালুয়া এলাকার মো. এলাছ মিয়া ছেলে ।
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক ০৭-০৮-২০২৩ইং তারিখে মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) কাউসার আল মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করে৷ মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সকাল ১১ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন , সে বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচরসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।