০২ (দুই) কেজি গাঁজাসহ ভৈরব থানার ভৈরবপুর উত্তরপাড়া দূর্জয় মোড় এলাকা থেকে মোছা. হাসিনা বেগম (৬০)কে গাঁজা বিক্রয় করার সময় ডিবি অভিযানে গ্রেপ্তার করা হয়৷অভিযানটি পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ৷ গ্রেপ্তারকৃত মোছা. হাসিনা বেগম (৬০) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া মাইজহাটি এলাকার মৃত ইউনুস আলীর স্ত্রী।
জানা যায়, ২২-০৭-২০২৩ খ্রিস্টাব্দে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নিজ হেফাজতে থাকা সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক বেলা ১১টা ১৫ মিনিটে মালসহ জব্দ করা হয় ৷ গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবির মাধ্যমে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।