Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 28 June 2023
  • অন্যান্য

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

Google News

কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল ও বাটারীচালিত অটোরিকসার সংঘর্ষে এক হাই স্কুলশিক্ষক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো কয়েকজন ।

মঙ্গলবার (২৭ জুন দুপুর দুইটার দিকে হোসেনপুর- কিশোরগঞ্জ সড়কের দরিয়াবাজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।
নিহত স্কুলশিক্ষক আজিজুর রহমান সোহাগ উপজেলার চরকাওনা জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আজিজুর রহমান সোহাগ ২৭-৬-২৩ইং তারিখে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ থেকে হোসেনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন । কিশোরগঞ্জ থেকে হোসেনপুর রোডে দরিয়াবাজ এলাকায় আসার পর তার মোটরসাইকেলের সাথে একটি ব্যাটারীচালিত অটোরিকসার সংঘর্ষ হয় । এতে শিক্ষকসহ অটোরিকসার কয়েকজন যাত্রী আহত হন । তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে স্কুল শিক্ষক সোহাগের অবস্থার অবনতি দেখতে পেয়ে চিকিৎসকগণ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । ময়সনসিংহ নেয়ার পথে স্কুল শিক্ষক সোহাগ মৃত্যুবরণ করেন ।
দুঘটনায় আহতদের মধ্যে একজন বাদে সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন । গুরুতর আহত অবস্থায় একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।